gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে লকডাউন না মানায় ৭ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : সোমবার, ৫ জুলাই , ২০২১, ০৯:১৩:০১ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
1625500543.jpg
কেশবপুরে দোকানপাট খোলা রাখায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে ৫ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখায় উপজেলার চিংড়া বাজারের ব্যবসায়ী হাফিজুল ইসলামকে ২ হাজার, সাতবাড়িয়া বাজারের হাসিবুর রহমানকে ১ হাজার, ভোগতীর আক্তারুজ্জামানকে ৫শ’ ও মধুসড়কের খিতিষ চন্দ্র সরকারকে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এছাড়া একই অপরাধে উপজেলার বিভিন্ন এলাকার ৩ ব্যবসায়ীকে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

আরও খবর

🔝