gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যু আরো ৫
প্রকাশ : সোমবার, ৫ জুলাই , ২০২১, ০৪:৫৬:২২ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি ::
1625483764.jpg
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১১৫ জন। একই সময়ে ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫২ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৪১ শতাংশ।সোমবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা.এ এস এম মারুফ হাসান জানান, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি ছিলেন এবং বাকি দুজন হোম আইসোলেশনে ছিলেন।চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে আছেন সদর উপজেলার ৬৮ জন, আলমডাঙ্গা উপজেলার ২২ জন, দামুড়হুদা উপজেলা ১৮ জন ও জীবননগর উপজেলার ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৬ জন।সিভিল সার্জন মারুফ হাসান জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে আছেন ৭৭ জন। বাড়িতে আইসোলেশনে আছেন এক হাজার ২৬৪ জন। এ ছাড়াও, উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী ইয়োলো জোনে ভর্তি আছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

আরও খবর

🔝