gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
অতিরিক্ত যাত্রী বহন করায় মাঝ পথে বাস আটকিয়ে দিলেন ইউএনও
প্রকাশ : বুধবার, ৯ জুন , ২০২১, ০৯:৪৪:০১ পিএম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: :
1623253485.jpg
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহন করায় মাঝ পথে যাত্রীবাহি বাস আটকিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বুধবার দুপুরে পাইকগাছা-খুলনা রুটের কপিলমুনি সংলগ্ন গোলাবাটি এলাকায় খুলনা-জ- ০৫-০০৩০ নং যাত্রীবাহি বাসটি আটকিয়ে দেন ইউএনও। বাসটি পৌর সদর থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। গোলাবাটি এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইউএনও খালিদ হোসেন বাসটিকে থামিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা বিষয়টি তদারকি করতে বাসের ভিতরে ওঠেন। এ সময় প্রায় প্রতিটি ছিটে ডাবল যাত্রী থাকায় বাসটি তিনি সেখানেই আটকিয়ে দেন। পরে ঘটনাস্থল থেকে বাসটি কপিলমুনি ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, সরকারি বিধিনিষেধ অনুযায়ী সকল গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার কথা বলা রয়েছে।

আরও খবর

🔝