gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বন্ধ হয়েছে শতাধিক রেলস্টেশন, ধুঁকছে আরও অর্ধশত
প্রকাশ : বুধবার, ৯ জুন , ২০২১, ০৭:২৭:৩৭ পিএম
ঢাকা অফিস:
1623245541.jpg
সারাদেশে বন্ধ হয়ে গেছে শতাধিক রেলস্টেশন-ধুঁকছে আরও প্রায় অর্ধশত। রেলস্টেশন বন্ধ হওয়ার কারণে একদিকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে লোকসানে রেলওয়ে। কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বন্ধ হচ্ছে স্টেশন। সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী।১০ বছর ধরে নীরব দাঁড়িয়ে আছে এক সময়ের কোলাহলপূর্ণ ইজ্জতপুর রেলস্টেশন। রাজধানীর অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এ স্টেশনটি চালু হয় ১৯৬৬ সালে। অর্ধশতাব্দী পর ২০১০ সালে বন্ধ হয়ে যায়। ব্যবসা হারিয়েছেন রেলস্টেনকে কেন্দ্র করে গড়ে ওঠা মার্কেটের দেড়শ’ দোকানি। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।দীর্ঘদিন পড়ে থাকার কারণে ভেঙে পড়ছে স্টেশন ভবন। নষ্ট হয়ে গেছে দুটি কক্ষে থাকা সিগন্যালিং যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কর্মচারীদের থাকার জন্য বানানো তিনটি আবাসিক ভবন। দেখভালের কেউ না থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। পরিত্যক্ত স্টেশনে প্রতিদিনই বসছে মাদক আর জুয়ার আসর।রেলওয়ের ঢাকা বিভাগেই বন্ধ স্টেশনের সংখ্যা ২৯টি। সারাদেশে ১০৭টি। রেল কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি আর লোকবলের অভাবে বন্ধ হচ্ছে স্টেশন।ঢাকা বিভাগ রেলওয়ের পরিবহন কর্মকর্তা খায়রুল কবির বলেন, রেলস্টেশন মাস্টার সংকটের কারণে আমরা লোকবল দিতে পারছি না, সে কারণে বন্ধ করা হয়েছিল।রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, স্টেশনগুলো চালু করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, অনেক স্টেশন পরিত্যক্ত হয়ে গেছে তার জন্য স্পেশাল প্রকল্প নেওয়া হচ্ছে, যেগুলো বন্ধ আছে পূর্ব-পশ্চিম অঞ্চলে।   প্রায় ৩ হাজার কিলোমিটার রেলপথে বর্তমানে চালু স্টেশনের সংখ্যা সাড়ে ৩০০।

আরও খবর

🔝