gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পলাশবাড়ীতে ভাতার অর্থ অন্যের মোবাইলে যাওয়ার অভিযোগ
প্রকাশ : বুধবার, ৯ জুন , ২০২১, ০৬:৫৩:২৬ পিএম
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি: :
1623244278.jpg
সারাদেশের ন্যায় সমাজসেবা অফিসের মাধ্যমে বয়স্ক, প্রতিবন্ধি, বিধবা ভাতা সুবিধাভোগীদের মোবাইলে যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে এরমধ্যে  গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একাধিক সুবিধাভোগীর অর্থ অন্যের মোবাইলে যাওয়ায় অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পলাশবাড়ী থানায় দিয়েছে এক ভুক্তভোগী । সরেজমিনে গিয়ে দেখা যায়, পলাশবাড়ী উপজেলা পরিষদের সমাজসেবা অফিসের সামনে সুবিধাভোগীদের বিশাল এক জটলা বেধে রয়েছে। সকলের কথা ভাতার অর্থ অন্যের নাম্বারে গিয়েছে বলে অভিযোগ করছেন গণমাধ্যম কর্মীদের নিকট । তারা বলছেন ভাতার অর্থ সুবিধাভোগীরা অনেক আগে পাওয়ার কথা থাকলেও এখনো তারা পায়নি। সমাজসেবা অফিসের কর্মকর্তাদের নিকট গিয়ে ভুক্তভোগীরা বললেও অর্থ পাওয়া যাবে বলে জানানো হয় কিন্তু দিনের পর দিন যায় প্রাপ্ত অর্থ পায়না সুবিধা ভোগীরা। ভুক্তভোগীরা জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন।এবিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান অভিযোগের কথা স্বীকার করে বলেন,সুবিধাভোগীদের দেওয়া নাম্বার অনলাইনে সংযুক্ত করা হয়েছে সেসব নাম্বারেই অর্থ পাঠানো হয়েছে । এখানে অফিস স্ট্যাফদের কোন গাফলতি নেই। তবুও বিষয় গুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে। সুবিধাভোগীদের হতাশ হওয়ার কিছু নেই তারা তাদের প্রাপ্ত অর্থ পাবে তবে যান্ত্রিক ত্রুটির জন্য এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে দ্রুত সমাধানে আমরা কাজ করছি। তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন কারো কোন গুজবে কান দিবেন না কারো অর্থ যদি অন্য কারো নিকট যেয়ে থাকে তবে অফিস সেটা ঠিক করে দিবে সুবিধাভোগীদের তিনি সকলকে ধর্য ধারণ করার অনুরোধ জানান।

আরও খবর

🔝