gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
মণিরামপুরে পৌরসহ ৯ ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন , ২০২১, ০৯:৫১:০৭ পিএম
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
1623167506.jpg
মণিরামপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে তাঁতীলীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা তাঁতীলীগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক প্রভাষক হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গঠনকৃত কমিটি হলো মণিরামপুর পৌরসভা, ঝাঁপা, নেহালপুর, মনোহরপুর, ভোজগাতি, ঢাকুরিয়া, মশ্বিমনগর, চালুয়াহাটি এবং শ্যামকুড়। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক বাবুল আকতার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাস্টার মনিারুজ্জামান। সাধারণ সম্পাদক প্রভাষক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগ নেতা ইব্রাহীম বিশ্বাস, রিজাউল ইসলাম, গোলাম রসুল, প্রভাষক প্রকাশ কুমার মল্লিক, আব্দুর রহমান, লিটন হোসেন, ডাক্তার মোশারফ হোসেন প্রমুখ। কমিটিভুক্তরা হলেন মণিরামপুর পৌর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, ঝাঁপার সভাপতি মাস্টার সাখাওয়াৎ হোসেন, সাধারণ সম্পাদক খালেদুর রহমান টিটো, নেহালপুরের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মনোহরপুরের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন,  ভোজগাতীর সভাপতি হলেন আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ঢাকুরিয়ার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্বল সাধূ খা, মশ্বিমনগরের সভাপতি অসিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক গাজী তুহিন মালিক, চালুয়াহাটির সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন কমিটির সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

আরও খবর

🔝