gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তৃতীয় ধাপে প্রকাশিত মুক্তিযোদ্ধার তালিকায় কেশবপুরের ৪ জন
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন , ২০২১, ০৯:৪৭:১১ পিএম
মোতাহার হোসাইন, সিনিয়র স্টাফ রিপের্টার, কেশবপুর:
1623167276.jpg
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৃতীয় ধাপে প্রকাশিত মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় ১২ হাজার ১১৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে কেশবপুর উপজেলার ৪ জন রয়েছেন। চলতি বছরের ৩০ জানুয়ারি সর্বশেষ যাচাই বাছাইয়ে কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গেজেটভুক্ত ৪৯ জনের মধ্যে সর্বসম্মতিক্রমে ওই ৪ জনেরই নাম সুপারিশ করেন। ফলে এ উপজেলায় যাচাই বাছাইয়ের আওতায় আনা গেজেটভুক্ত ৪৯ জনের মধ্যে এখনো ৪৫ জন অমুক্তিযোদ্ধা হিসেবেই রয়ে গেছেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণান্তে সোমবার ওই মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হয়। প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি দৈনিক গ্রামের কাগজে কেশবপুরে গেজেটভুক্ত ৪৯ জনের মধ্যে ৪১ জন অমুক্তিযোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।  সোমবার মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় খুলনা বিভাগের দুই হাজার ২৯০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে কেশবপুর উপজেলার রেজাকাটি গ্রামের মৃত আহমাদ আলী সরদারের ছেলে রশিদুল হক (বেসামরিক গেজেট নং ২৬৪৮), মাদারডাঙ্গা গ্রামের মৃত গোলক দত্তের ছেলে পরিতোষ দত্ত (বেসামরিক গেজেট নং ২৫৭৯), মাগুরাডাঙ্গা গ্রামের মৃত হাজের আলী ফকিরের ছেলে অলিয়ার রহমান (বেসামরিক গেজেট নং ২৬৫২) ও আড়ুয়া গ্রামের অমূল্য রায়ের ছেলে শৈলেন্দ্র নাথ রায় (বেসামরিক গেজেট নং ২৬৬৭) এর নাম রয়েছে।     এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ছয় হাজার ৯৮৮ জন মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আরও খবর

🔝