gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভারতফেরত যাত্রীদের জন্য ইমিগ্রেশনে বিনামূল্যে ফল, পানি ও শুকনো খাবার
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন , ২০২১, ০৯:৩৮:৪৪ পিএম
এসএম মুসলিম উদ্দীন পাপ্পু, স্টাফ রিপোর্টার, বেনাপোল:
1623166773.jpg
যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতফেরত যাত্রীদের জন্য ইমিগ্রেশনে বিনামূল্যে ফল, পানি ও শুকনো খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ফেরা ক্লান্ত যাত্রীরা এমন নান্দনিক আয়োজন দেখে ভীষণ খুশি।বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের চলাচলের পাশে সুন্দর একটি স্থানে ঝুড়ির ভেতরে আপেল, কলা, কেক, চকলেট, বিস্কুট, সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির বোতলও রয়েছে। পাশে একটা প্লেকার্ডে লেখা আছে, অপেক্ষারত যাত্রীরা আপনার প্রয়োজন অনুসারে টেবিল থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করুন। ভারতফেরত যাত্রীরা কোনো মূল্য ছাড়াই সেখান থেকে ইচ্ছেমতো খাবার সংগ্রহ করছেন।যাত্রীরা বলেন, বেনাপোল বন্দরে আমাদের জন্য ফল, পানি ও শুকনো খাবার রাখা দেখে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও বেনাপোল ইমিগ্রেশনে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।মঙ্গলবার সকালে ইমিগ্রেশনে উপস্থিত ছিলেন নাভারণের সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা নিবার্হী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান প্রমূখ।নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ফেরা পাসপোর্ট যাত্রীদের যশোর জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে। সাথে সামাজিক দূরত্ব বাজায় রেখে পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। এরপর পুলিশের পাহারায় তাদের ১৪ দিয়ে কোয়ারেন্টাইনের জন্য বিভিন্ন আবাসিক হোটেলে নেওয়া হচ্ছে।শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আফিল রেজা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করোনার জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিলো সেই বরাদ্দ থেকে বিনামূল্যে আমাদের জেলা প্রসাশক ভারত ফেরত যাত্রীদের জন্য বিশুদ্ধ পানি ফল ও খাবারের ব্যবস্থা করেছেন।

আরও খবর

🔝