gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অভয়নগরে নুর আলী হত্যা মামলায় দু’ আসামির আত্মসমর্পণ
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন , ২০২১, ০৯:২৭:৩৮ পিএম
কাগজ সংবাদ:
1623166687.jpg
যশোরের অভয়নগরে ইউপি মেম্বার নুর আলী শেখ হত্যা মামলার এজাহারভুক্ত দু’ আসামি আদালতে আত্মসমর্র্পণ করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে আদালত নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মুরাদ শেখ ও তার ভাই জিহাদ শেখ।গত ৭ মার্চ রাতে অভয়নগর উপজেলার বাবুরহাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে মারা যান শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বর নুর আলী শেখ। এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে আহত হন ছেলে ইব্রাহিম। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেন। ঘটনার কয়েকদিনের মাথায়  অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জীর ছেলে মিজানুর রহমান আকুঞ্জী, একই গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজী  ও মিজান গাজীকে আটক করে । এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে র‌্যাব। এদিকে,দীর্ঘদিন পলাতক থেকে দু’ ভাই আদালতে আত্মসমর্পণ করেন।

আরও খবর

🔝