gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দূর্বা ঘাসের অসাধারণ ৮ উপকারিতা
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন , ২০২১, ০৬:৫৮:২৯ পিএম
কাগজ ডেস্ক ::
1623157130.jpg
১) শরীরের কোন স্থানে আঘাত জনিত কারনে রক্তক্ষরণ হলে সেই স্থানে দুর্বা ঘাস  পিষে প্রলেপ দিলে  রক্তপাত বন্ধ হয়ে যায় এবং  দ্রুত  শুকিয়ে যায়। তবে এ ক্ষেত্রে দুর্বার থেকে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশী উপকার পাওয়া যায়।২। যারা পায়োরিয়া রোগে ভুগছে তারা যদি  দুর্বা ঘাস শুকিয়ে গুড়ো করে সেই গুড়ো দিয়ে দাঁত মাজেন দেখবেন  পায়োরিয়া রোগ সেরে যাবে।৩। চুল পড়ার সমস্যা কম বেশি সাবাই ভোগে।তাই চুল পড়ার প্রতিরোধে করতে হলে একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদুতাপে জ্বাল করে ফেনা ফেলে নিতে হবে। তারপর দুর্বার ঘাসের টাটকা রস ২০০ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জ্বাল দিয়ে সেটিকে ছেঁকে নিয়ে তা সংরক্ষণ করতে হবে। তারপর প্রতিদিন স্নানের ১ ঘন্টা আগে ঐ তেল চুলে মাখতে হবে।আপনারা নিয়মিত ২-৩ মাস এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।৪। দূর্বা বমি ভাব কমাতেও সাহায্য করে।তাই বমি বমি ভাব বন্ধের জন্য দুর্বা ঘাসের রস ২-৩ চামচ এবং ১ চা চামচ চিনি মিশিয়ে ১ ঘন্টা পর পর খেলে বমি ভাব কেটে যাবে।আর বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে।৫। আমাশয় রোগের দূর করতে দুর্বা ঘাস উপকারিতা আসামান্য।তাই যারা আমাশয় রোগের ভোগেন তাদের দুর্বা  রস ২-৩ চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস ৪-৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার খেতে হবে। এভাবে নিয়মিত ১০-১৫ দিন খেলে আমাশয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়।৬।যাদের অধিক ঋতুস্রাব রোগের সমস্যা আছে তাদের দুর্বা ঘাসের রস ২-৩ চামচ প্রতিদিন মধু মিশিয়ে ৩-৪ বার খেতে হবে। এভাবে নিয়মিত ১০-১৫ দিন খেলে উপকার পাওয়া যাবে।৭। দুর্বা ঘাসের রস রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।৮। দুর্বা ঘাস রক্ত পিত্তে মতো রোগ নিরাময়ে সাহায্য করে।তাই এই রোগে শুধু মাত্র মুখ, নাক দিয়েই নয় শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তস্রাব হতে পারে।আর এক্ষেত্রে দুর্বা ঘাসের রসের সাথে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে এই রোগ থেকে উপশম পাওয়া যায়।

আরও খবর

🔝