gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সারাদেশে বজ্রপাতে ১৭ প্রাণহানি
প্রকাশ : সোমবার, ৭ জুন , ২০২১, ০৩:১৫:৩৪ পিএম
কাগজ ডেস্ক ::
1623057397.jpg
সারাদেশের প্রত্যন্ত স্থানে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রোববার চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, টাঙ্গাইল, রংপুর ও মুন্সীগঞ্জে এই প্রাণহানির ঘটনা ঘটে।এর মধ্যে রয়েছে চট্টগ্রামে ছয় জন, সিরাজগঞ্জে পাঁচ জন, টাঙ্গাইল ও ফেনীতে দুই জন করে এবং রংপুর ও মুন্সীগঞ্জে একজন করে।ভারি বর্ষণের মধ্যে চট্টগ্রামে বজ্রপাতে দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও চার জন। ফটিকছড়ি ও সীতাকুÐ উপজেলায় দুই জন করে এবং বোয়ালখালী ও মিরসরাইয়ে একজন করে মারা যান।মৃতরা হলেন- সীতাকুÐ উপজেলায় আব্দুল জলিল (৪০) ও এসকান্দার আলী (৬০), ফটিকছড়িতে লাকী দাশ (৩৮) ও ভানু শীল (৪০), মিরসরাইয়ে স্কুল শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন (১৬) ও বোয়ালখালীতে মো. জাহাঙ্গীর (৩৯)।তাদের মধ্যে সাজ্জাদ হোসেন স্কুল শিক্ষার্থী এবং আব্দুল জলিল শিপ ইয়ার্ড শ্রমিক।এদিকে মিরসরাই উপজেলার সায়েরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডোমখালী গ্রামে সাজ্জাদ হোসেন নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী মারা যায় বলে জানান মিরসরাই থানার এসআই আতাউর রহমান।অন্যদিকে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকায় পাহাড়ে লেবু বাগানে কাজ করার সময় জাহাঙ্গীর হোসেন নামে একজন মারা যান বলে জানান বোয়ালখালী থানার এসআই মো. মোস্তফা।সিরাজগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বিকালে ফরিদুল ইসলাম মাঠে ধান কাটছিলেন। ঝড়-বৃষ্টি শুরু হলে ধান কাটা বন্ধ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি মারা যান।বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, সন্ধ্যায় চর শমেসপুর গ্রামে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে লাইলী খাতুন মারা গেছেন।ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে এক কিশোরী ও এক শিশু নিহত হয়েছে; যারা সম্পর্কে চাচাত ভাইবোন।টাঙ্গাইলের নাগরপুরের দুই স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ভাদ্রা এবং বেকড়া ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে।মৃতরা হলেন, উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের মো. বক্তার খানের ছেলে আলমাছ খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্য পাড়া গ্রামের পলান মিয়ার ছেলে সোনা মিয়া (৫৩)।মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃষ্টির মধ্যে মাঠে খেলার সময় এক কলেজছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন।রংপুরের গঙ্গাচড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করছেন।  

আরও খবর

🔝