gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পদ্মায় ধরা পড়ল বিশালাকৃতির বিলুপ্তপ্রায় ঢাই মাছ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:৩৬:৩৭ পিএম
রাজবাড়ী সংবাদদাতা ::
1622724053.jpg
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে ধরা পরেছে বিলুপ্তপ্রায় একটি ঢাই মাছ। মাছটির ওজন প্রায় সাড়ে ৭ কেজি।বৃহস্পতিবার (৩ জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে নুরুল হালদারের জালে মাছটি ধরা পরে। এরই মধ্যে দুই হাজার আটশ টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে মাছটি। এদিকে বিলুপ্ত হওয়া এতো বড়ো ঢাই মাছ একনজর দেখতে উৎসুক জনতা ফেরি ঘাটে ভিড় করেন। দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, বৃহস্পতিবার সকালে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন জেলে নুরুল হালদার। এসময় জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পরে। মাছটিকে আড়তে আনলে ২১ হাজার টাকায় বিক্রি হয়। এবিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, এবছর মৎস্য অভিযান সফল হওয়ায় ও নদীর পানি কমে যাওয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে বিলুপ্তপ্রায় এতো বড়ো ঢাই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলে জানান তিনি।

আরও খবর

🔝