gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
জলবায়ু পরিবর্তন, আশঙ্কজনকভাবে বাড়ছে দাবদাহজনিত মৃত্যুর সংখ্যা
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:৫২:০৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1622724793.jpg
জলবায়ু পরিবর্তনের কারণে দাবদাহজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কজনকভাবে বাড়ছে। নতুন এক গবেষণায় বলা হয় দাবদাহের কারণে মৃত্যু হওয়া এক তৃতীয়াংশেরও বেশি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে। এ অবস্থায় গবেষকরা স্বাস্থ্য সুরক্ষায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। সেই দাপট বোঝা যায় গ্রীষ্মের দাবদাহে। গ্রীষ্মের উত্তাপে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন মানুষকুল।তবে এবার গবেষকরা জানান, দাবদাহে মৃত্যু হওয়া মানুষের এক তৃতীয়াংশের বেশিই জলবায়ু পরিবর্তনের কারণে মারা যাচ্ছেন।'নেচার ক্লাইমেট চেঞ্জ' জার্নালে প্রকাশিত নতুন এ গবেষণায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালীন দাবদাহজনিত মৃত্যু বেড়েছে ৩৭ শতাংশ। ৪৩টি দেশের ৭৩২টি জায়গার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকরা।শুধু দাবদাহ নয় বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা, খরা, দাবানল এবং অন্য প্রাকৃতিক বিপর্যয় ভবিষ্যতে আরও মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।তারা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়লে প্রাণহানিও আরও বাড়বে। এ অবস্থায় বিশ্বজুড়ে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মতো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর বিকল্প নেই বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। ২০১৯ সালে রেকর্ড পরিমাণ কার্বন নিঃসরণ ঘটলেও করোনা মহামারির সময় তা অনেকটাই কমে যায়। পরিবেশ রক্ষায় এখনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

আরও খবর

🔝