gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বাইডেনের নিজ শহরে বন্দুক হামলা, তিন পুলিশ আহত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:৫২:০৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1622724765.jpg
এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উইলমিংটন অঙ্গরাজ্যের ডেলওয়্যার শহরে দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত অস্ত্রধারী।পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। হামলাকারীকে ধরতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি কাজ করছে পুলিশের বিশেষ শাখা সোয়াত টিম। আহত তিনজনের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই কোথাও না কোথাও বন্দুক হামলার ঘটনা ঘটছে। এর আগে মঙ্গলবার (১ জুন) ক্যালিফোর্নিয়ায় ফায়ার সার্ভিস কার্যালয়ে সহকর্মীকে গুলি করে হত্যার পর নিজ বাড়িতে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন এক দমকলকর্মী।দেশটিতে একের পর এক বন্দুক হামলায় হুমকির মুখে পড়েছে জননিরাপত্তা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবি উঠছে।

আরও খবর

🔝