gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাফুফে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৬:১৬:১৬ পিএম
ক্রীড়া ডেস্ক::
1622722622.jpg
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা শুরু হয়েছে বিকেল তিনটায়।প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শেষে আগামী ৩০ জুন এটি পাস হবে। এই অর্থবছরের জাতীয় বাজেট থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাস দুয়েক আগেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর এই অর্থ বরাদ্দের আবেদন করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।বাফুফে সভাপতি ২০১৯-২০ অর্থ বছরে প্রথমবারের মতো ফুটবলের উন্নয়নের জন্য বাজেট থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রীকে। আবার অর্থ বরাদ্দ পেলে বাফুফে কোন কোন টুর্নামেন্টে খরচ করবে তারও একটা তালিকা অর্থমন্ত্রীকে দিয়েছে বাফুফে।

আরও খবর

🔝