gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অনিয়মের অভিযোগে পাঁচবিবি পল্লীবিদ্যুতের এলাকা পরিচালক অপসারণ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুন , ২০২১, ০৫:৫৮:০৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি ::
1622721709.jpg
নানা অনিয়ম ও নিয়মবহির্ভূত দ্বায়িত্ব পালন করার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচালক রেজাউল করিমকে অপসারণ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। একই সঙ্গে তার নির্বাচনী এলাকায় পরিচালক পদে আজীবন নির্বাচনের প্রার্থী হতে পারবেনা এমন আদেশও আসে। গত ২৭ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে এমন আদেশের পত্র প্রেরণ করলেও ৩০ মে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতি পত্রটি গ্রহন করেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান জেনারেল ম্যানেজার।পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫নং এলাকা পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে বেশকিছু অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজ অভিযোগে বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির গাড়ি চালক জিয়াউর রহমান। পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি তদন্ত প্রতিনিধি দল সরেজমিনে ঘটনাটি তদন্তে আসেন। তদন্তে বেশ কিছু অনিয়ম ও নিয়মবর্হিভূত কাজের সত্যতা পায়। তাদের তদন্ত প্রতিবেদনের পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাকে অপসারন করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল বারী বলেন, তার নির্বাচনী এলাকায় নিয়মবহির্ভূত কাজ করায় বোর্ডে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়। তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষ রেজাউলকে অপসারণ করেন।

আরও খবর

🔝