gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরে পৃথক মামলায় দু’ আসামির রিমান্ড মঞ্জুর
প্রকাশ : বুধবার, ২ জুন , ২০২১, ০৮:১১:৫৮ পিএম
কাগজ সংবাদ:
1622645687.jpg
যশোরে পৃথক দু’ মামলায় দু’ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সূত্র জানায়, যশোর উপশহর বিসিকের মোল্লা স’মিলের পাশের মুদি দোকানি কামাল হোসেন বাবু হত্যা মামলায় আটক আবু বক্কার সিদ্দিকের একদিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আবু বক্কার সিদ্দিক শহরতলির তরফ নওয়াপাড়ার আবুল হোসেনের ছেলে।মামলার অভিযোগে জানা গেছে, কামাল হোসেন বাবু তরফ নওয়াপড়ার গ্রামের বাসিন্দা। তিনি উপশহর বিসিক এলাকার মোল্লা স’মিলের পাশে মুদি ব্যবসা করতেন। সপ্তাহে তিনি একদিন বাড়ি যেতেন। বাকি ছয়দিন তিনি দোকানে থাকতেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে কামাল হোসেন দোকানে ঘুমিয়ে ছিলেন। সকালে পাশের দোকানি এসে দেখেন কামালের দোকানের সাটার খোলা। এরপর তিনি তার বাড়িতে সংবাদ দেন। লোকজন এসে কামাল হোসেনের হাত,মুখ,পা বাঁধা মরদেহ  দেখতে পায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল হোসেনের লাশ উদ্ধার করে মার্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা খাতুন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এই হত্যার সাথে জড়িত সন্দেহে আবু বক্কার সিদ্দিককে আটক ও সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই জিয়াউর রহমান। বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, বেনাপোল থেকে কলিং কার্ডসহ আটক আমিনুর রহমানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আমিনুর রহমান সাদিপুর গ্রামের সামসুর রহমানের ছেলে।মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ মে বেনাপোলে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-সাদিপুর রাস্তার সেতু এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায়। এ সময় দু’জন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আমিনুর রহমানকে আটক ও কার্টন থেকে ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকার কলিংকার্ড উদ্ধার করা হয়। মামলার পর তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল সরোয়ার আটক আমিনুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। বুধবার শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও খবর

🔝