gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ভারতফেরত দু’নারীসহ যশোরে আরও ৪৭ করোনা রোগী শনাক্ত
প্রকাশ : বুধবার, ২ জুন , ২০২১, ০৮:২৫:৩৪ পিএম
কাগজ সংবাদ:
1622645636.jpg
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরও দু’নারী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষা ফলাফলের এ বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। কোয়ারেন্টাইনে থাকা একশ’ তিনজনসহ জেলার দুশ’ চারজনের নমুনা যবিপ্রবি ল্যাবে পরীক্ষা করে ৪৩ জন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২৮ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ বুধবার ভারতফেরত দু’জনসহ জেলায় নতুন ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে ৩৩ জন যশোর সদর ও দশজন অভয়নগর উপজেলার বাসিন্দা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ শতাংশ। সিভিল সার্জন শেখ আবু শাহীন উপরিউক্ত তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন আরও জানান, যশোরে এ যাবত করোনা রোগী শনাক্ত হয়েছে সাত হাজার ৭৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ৫২ জন ও হোম আইসোলেশনের চিকিৎসাধীন আছেন পাঁচশ’ ১১ জন। করোনা মুক্ত  হয়েছেন ছয় হাজার চারশ’ ৩৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮১ জন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বলেন, ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরে যশোর শহরের হোটেল ওরিয়নে কোয়ারেন্টাইনে থাকা ঢাকা মিরপুর এলাকার হায়দার আলীর স্ত্রী মাজরুবা চৌধুরী (৩০) ও হোটেল আরএসে কোয়ারেন্টাইনে থাকা সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামের সৈয়দ আরিফ হোসেনের স্ত্রী ফাতেমা সুলতানার (৩০) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর জেনারেল হাসপাতালের করানা ইউনিটে (রেড জোনে) ভর্তি করা হয়েছে। ডাক্তার রেহনেওয়াজ আরও বলেন, গত ২৭ মে থেকে বুধবার পর্যন্ত ভারতফেরত ২৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

আরও খবর

🔝