gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনা পজেটিভ শোনার পর হাসপাতাল থেকে পালালেন ৩ রোগী
প্রকাশ : বুধবার, ২ জুন , ২০২১, ০৮:১১:৫৩ পিএম
মাগুরা প্রতিনিধি: :
1622643262.jpg
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে গেছেন এক নারীসহ তিন করোনা আক্রান্ত রোগী।বুধবার (২ জুন) দুপুরে ওই রোগীরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পালিয়ে যান।মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মকসেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের উপজেলার সদরের রুইজানি দুইজন ও বিনোদপুর  এলাকার একজনের বসতবাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দিয়েছেন।এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মহম্মদপুর থানাকে লিখিত অভিযোগ জানিয়েছেন।হাসপাতাল সূত্র জানায়, ৩১ মে করোনার উপসর্গ নিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় ব্যক্তি। ১ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। ২ জুন দুপুরে ল্যাব থেকে দেওয়া প্রতিবেদনে তিনজন রোগীর করোনা পজিটিভ আসে। তাদের লকজন নারী ও দুইজন পুরুষ। সঙ্গে সঙ্গে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি ওইসব ব্যক্তিদের জানান।হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) কাজী আবু আহসান বলেন, দুপুরের দিকে ওই তিন রোগীকে খুঁজতে যান ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তখন থেকেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। তাই তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, পালিয়ে যাওয়া করোনা আক্রান্তরা হচ্ছেন মহম্মদপুর উপজেলা সদরে রুইজানি গ্রামের মৃত হাসান উদ্দিন মুন্সীর ছেলে আলী আকবর মুন্সী (৬০), একই গ্রামের মৃত তমাল মোল্যার ছেলে আবু মোল্যা (৬০) ও বিনোদপুর এলাকার হাসেম মৃধার স্ত্রী (৫০) খাদিজা বেগম।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, পালিয়ে যাওয়া তিন করোনা রোগীর সন্ধান পেতে তারা কাজ করছেন। আত্মীয়দের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আরও খবর

🔝