gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
গাইদগাছি গ্রামের আদম ব্যবসায়ী আজিজ আটক
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৯:১৫:৩১ পিএম
কাগজ সংবাদ:
1622474207.jpg
যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের আদম ব্যবসায়ী কাজী আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। আজিজ গাইদগাছি গ্রামের হাকিম কাজীর ছেলে। বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাতের মামলায় সোমবার তাকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।মামলার অভিযোগে জানা গেছে, কেশবপুরের বিদ্যানন্দকাটি গ্রামের আব্দুল গফুর খানের ছেলে আনোয়ারুল হাসান আসামি কাজী আব্দুল আজিজের ছেলে অনির সাথে দুবাই থাকতেন। এক সাথে থাকার কারণে তাদের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়। অনি একদিন আনোয়ারুলকে জানান তার পিতা আব্দুল আজিজ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠায়। এসময় আনোয়ারুল তার ছোট ভাইকে ইউরোপে পাঠানোর কথা বললে অনি তার পিতার কাছে শুনে নেদারল্যান্ডে পাঠাতে পারবে বলে জানায়। ২০১২ সালের অক্টোবর মাসে আনোয়ারুল তার ছোট ভাইকে আসামি আব্দুল আজিজের সাথে যোগাযোগ করতে বলেন। আসামিদের দাবিকৃত ১০ লাখ টাকা দেয়ার চুক্তিতে তারা বিভিন্ন সময়ে সাড়ে সাত লাখ টাকা দেন। এ টাকা পেয়ে আসামিরা তার ছোট ভাইকে ছয় মাসের মধ্যে নেদারল্যান্ডে পাঠিয়ে দিবে বলে জানিয়েছিল। কিন্তু দীর্ঘদিন হলেও তাকে না বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ার পর টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকে।  ২০২০ সালের ১১ সেপ্টেম্বর  টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই বছরের ১৪ সেপ্টেম্বর আনোয়ারুল হাসান  প্রতারণার অভিযোগে পিতা ও ছেলেকে আসামি করে আদালতে মামলা করেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আসামিদের প্রতি সমন জারির আদেশ দেয় আদালত। তাতে কর্ণপাত না করায় তাদের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রোববার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সাইফুল আসামি কাজী আব্দুল আজিজকে আটক করেন।

আরও খবর

🔝