gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
অভয়নগরের শুকুর হত্যা মামলার আসামি রাজুর স্বীকারোক্তি
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৯:১৪:৩২ পিএম
কাগজ সংবাদ:
1622474109.jpg
অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলী হত্যা মামলার আসামি রাজু বিশ্বাস ওরফে টুটু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজু বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলী হত্যা মামলার একমাত্র আসামি।সূত্র জানায়, রাজু আদালতে জানিয়েছেন, গত ৩ এপ্রিল রাজু বিশ্বাসের ভ্যান-রিকশা মেরামতের দোকানে যান শুকুর আলী। এরপর ভ্যান মেরামত করান। মজুরির টাকা কাজ শেষে সন্ধ্যায় ফেরার পথে দেয়ার কথা বলে শুকুর আলী চলে যান। সন্ধ্যায় ফেরার পথে রাজু বিশ্বাস তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজু বিশ্বাস তার হাতে থাকা রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। কিন্তু হত্যার উদ্দেশ্যে শুকুর আলীকে আঘাত করেননি বলে জানান রাজু। এদিকে,এ ঘটনায় শুকুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে রাজু  বিশ্বাসের নামে মামলা করেন। ঘটনার পর থেকে রাজু বিশ্বাস পলাতক ছিলেন। রোববার যশোর শহরের ঈদগাহ এলাকা থেকে রাজুকে আটক করে পুলিশ।

আরও খবর

🔝