gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
‘ক্ষমতায় না থেকেও মানুষের কল্যাণে কাজ করেছেন আনোয়ার ফারুক’
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৮:১৭:১৪ পিএম
কাগজ সংবাদ :
1622470746.jpg
স্বাধীনতাত্তোর বাম প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল আনোয়ার ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে স্মরণসভা উদযাপন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলার বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, হাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, অশোক কুমার রায়, জাকির হোসেন, একরাম-উদ-দ্দৌলা, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, আবুল কাশেম, অধ্যাপক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল আনোয়ার ফারুকের ছোট ভাট ফরহাদ হোসেন। স্মরণসভা শেষে মুক্তিযোদ্ধা ইকবাল আনোয়ার ফারুকের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।  স্মরণসভায় বক্তারা বলেন, অনেক রাজনৈতিক নেতাকেই দেখা গেছে, ক্ষমতায় গিয়ে মানুষের জন্যে কিছু করার কথা বলতেন সব সময়। ইকবাল আনোয়ার ক্ষমতায় না থেকেও মানুষের কল্যাণে কাজ করেছেন। রাজনীতির বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে সামাজিক আন্দোলনে যুক্ত করার লক্ষ্যে অবিচল ছিলেন আমৃত্যু। ২০২০ সালের ৩১ মার্চ নিজ বাসভবনে ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও খবর

🔝