gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরে পৃথক মামলায় দু’জন রিমান্ডে
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৮:১৭:১২ পিএম
কাগজ সংবাদ:
1622470668.jpg
যশোর কোতোয়ালি থানার হত্যা ও চুরির পৃথক দু’ মামলায় দু’ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিরা হলেন, পুরাতন কসবা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম শফি ও শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত বাবু মোল্লার ছেলে আশিকুর রহমান ওরফে বাপ্পি। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৬ নভেম্বর দুপুরে নওদাগ্রামের বিপ্লব হোসেন ও তার বাবা যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়িচালক কুদ্দুস খান শহরের ঘোষপাড়া কাঁঠালতলা এলাকার সেলিম হোসেনের বাড়ি যান। সেলিমের কাছে বিপ্লব ৪৪ হাজার টাকা পেতেন,যা ছয় মাস আগে ধার নেন সেলিম। সেলিমসহ তার সহযোগিরা  টাকা ফেরত না দিয়ে  বিপ্লব ও কুদ্দুসকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে কুদ্দুস খান মারা যান। এ ঘটনায় কুদ্দুসের স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে সেলিম, স¤্রাট, শফিকুল ইসলাম শফি ও মণিরামপুর উপজেলার গালদা দক্ষিণপাড়ার কামরুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় শফিকুল ইসলামকে আটকের পর পাঁচদিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করে। সোমবার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, যশোর টিবি ক্লিনিক এলাকায় ডাক্তার ইসরাত জাহান আলম অনির বাড়ি থেকে গত বছরের ১৩ ডিসেম্বর দুপুর থেকে ১৫ ডিসেম্বর সকালের মধ্যে যেকোনো সময় চুরি হয়। চোর চক্রের সদস্যরা তার ৩০ ভরি সোনা যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলার পর জড়িত সন্দেহে শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত বাবু মোল্লার ছেলে আশিকুর রহমান ওরফে বাপ্পিকে আটক করে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানান। সোমবার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও খবর

🔝