gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চট্টগ্রামের গুদাম থেকে লুট ৩৩ লাখ টাকার মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রকাশ : সোমবার, ৩১ মে , ২০২১, ০৫:৩৯:২৬ পিএম
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি ::
1622462769.jpg
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকার একটি গুদাম থেকে ডাকাতি হওয়া আবুল খায়ের গ্রুপের ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৩জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা ও ডবলমুরিং থানা পুলিশ। এসময় ডাকাতি হওয়া লাখ টাকার ৯২ কার্টন সিগারেট পণ্য উদ্ধার এবং ডাকাতির মাল বিক্রির নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাত দলের প্রধান নূর নবী, ডাকাতির মাল ক্রেতা শাহজাহান এবং এনায়েত উল্যাহ শান্ত। এর আগে ডাকাতি করতে গিয়ে দু্ইজনকে হত্যাও করে এই চক্রের সদস্যরা।সোমবার (৩১ মে) দুপুরে নগরীর ডবলমুরিং থানায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ। তিনি বলেন, মাত্র ৯ মিনিটেই আবুল খায়ের গ্রুপের ৩৩ লাখ টাকার সিগারেট ডাকাতি করে এই চক্রটি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ৪ দিনে চক্রটিকে ধরতে সমর্থ হয় নগর গোয়েন্দা বিভাগের একটি দলসহ ডবলমুরিং থানা পুলিশ।উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ আরও জানান, এই চক্রটিতে ২০-২৫ জন সদস্য কাজ করে। তাদের দলনেতা হলো  ‍নূর নবী। তারা প্রথমে বিভিন্ন এলাকায় গিয়ে রেকি করে। পরে দারোয়ানকে বেঁধে সাথে নিয়ে আসা মিনি ট্রাকে ডাকাতির মালামাল নিয়ে সরে পড়ে।তিনি আরও জানান, সিগারেট বিক্রি করতে সহজ বিধায় এই চক্রটি শুধু সিগারেট ডাকাতি করে। তিনি আরও বলেন, এর আগে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় যুক্ত ছিলো এই চক্রটি। এর মধ্যে চট্টগ্রামের কামাল বাজারে রফিক স্টোরে ডাকাতি করে ৩২ লাখ টাকা মূল্যের ৭৩ কার্টন সিগারেট, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আফজাল স্টোরে ২২ লাখ টাকা মূল্যের ৬৩ কার্টন সিগারেট ও নগদ দেড় লাখ টাকা, চাঁদপুরের কচুয়ায় সাইফুল স্টোরে ২২ কার্টন সিগারেট ও নগদ সাড়ে ৪ লাখ টাকা এবং কক্সবাজারের টেকনাফে ২২ লাখ টাকার সিগারেট লুট করে চক্রটি।এছাড়াও পতেঙ্গা থানা এলাকার আকিজ বিড়ি গোডাউন, লক্ষ্মীপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, সিলেট, সাভার, ঢাকা, রাউজান, মুন্সীগঞ্জ জেলাসহ মোট ৭ বছরে ১০ জেলায় ৩০টি ঘটনায় ১০ কোটি টাকার সিগারেট লুট করেছে। শুধু এই বছরেই ৬ ঘটনায় কোটি টাকার উপরে সিগারেট লুট করেছে এই ডাকাত বাহিনী।এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘চক্রটি খুবই ভয়ংকর। তাদের ডাকাতিতে বাধা দিলেই গুলি ছোঁড়ে কিংবা ছুরিকাঘাত করে এমনকি ক্ষেত্র বিশেষে হত্যাও করে তারা! এ পর্যন্ত তাদের হাতে খুন হয়েছে ২ জন। সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় একজনকে হত্যা করেছে। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে চক্রটি।’ বর্তমানে ডবলমুরিং মডেল থানার এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

আরও খবর

🔝