gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
খুলনার বানিয়া শান্তা পতিতা পল্লীতে মানববন্ধন পালিত
প্রকাশ : রবিবার, ৩০ মে , ২০২১, ১১:৪৭:৫৭ এ এম
প্রেস বিজ্ঞপ্তি ::
1622353719.jpg
খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা পতিতা পল্লীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পশুর নদী তীরে গড়ে উঠা এ পল্লীর বাসিন্দারা তাদের অসহায়ত্ব জানাতে এ আয়োজন করে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে তারা যেমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে, তেমনি গতবছরের আম্পানের সাথে এবারের ইয়াস ঝড়ের প্রভাবে তারা আরও বেশি ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নিজেদের সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানব বন্ধনে তারা যে দাবি উত্থাপন করেন তা হল কেবলমাত্র ত্রান নয়, পশুর নদী উপকূলে বানিয়াশান্তায় টেকসই বাধ চায়; সকল যৌন পল্লীর নারীদের জন্য স্বামী পরিত্যাক্তা ভাতা দিতে হবে; অক্ষম যৌনকর্মীদের জন্য বয়ষ্কা ভাতার ব্যবস্থা করতে হবে; সারা দেশের সরকারি তালিকাভুক্ত সকল যৌনকর্মীদের জন্য মাসিক রেশন দিতে হবে; যৌন পল্লীর শিশুদের জন্য অতি সত্তর সেল্টার হোমের ব্যবস্থা করতে হবে এবং যৌন পল্লীর বয়ষ্কা মহিলাদের জন্য সরকারি বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বক্তারা বলেন, এই পেশায় কেউই ইচ্ছা করে আসেননা। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে তারা এখানে এসেছেন। তারা আরও বলেন, তাদের কোনো সামাজিক মর্যাদা নেই। তাদের কথা কেউ ভাবে না। এই ঝড় জ্বলোচ্ছাসে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেই খবরও কেউ নেন না। ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে- অনেকের ঘর ভেঙে গেছে। রান্নার জন্য কোন ব্যবস্থা নেই এখন। বয়স্কদের অবস্থা আরো ভয়াবহ। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনার সদস্য মিহির কান্তি মন্ডল প্রদত্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও খবর

🔝