gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কেশবপুরে আগুনে ক্ষতিগ্রস্থ ৩ ব্যবসায়ী আর্থিক সহায়তা পেলেন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মে , ২০২১, ০৪:২৮:৪৯ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)::
1622111392.jpg
কেশবপুরে আগুন লেগে দোকান পুড়ে যাওয়ায় ৩ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহ¯পতিবার বিকেলে ওই আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যবসায়ীকে দোকান মেরামতের জন্য ৭ হাজার ৫শ টাকা করে প্রদান করা হয়েছে।গত ১ মে (শনিবার) দুপুরে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লেগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নুড়িতলা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের পান-সুপারির দোকান, আব্দুল মোমিনের ইলেকট্রনিক্সের দোকান ও মুক্তার আলী ভুট্টোর চালের দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ওই ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। বিষয়টি জানতে পেরে সে সময় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন তাদেরকে সহযোগীতার আশ্বাস দেন। বৃহ¯পতিবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্থ ওই ৩ ব্যবসায়ীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জিআর খাত থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যবসায়ীকে ৭ হাজার ৫শ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও খবর

🔝