gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নাইজেরিয়ায় ১৬০ যাত্রী নিয়ে নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মে , ২০২১, ০৩:০০:৪৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1622106686.jpg
নাইজেরিয়ার কেব্বি রাজ্যে ১৬০ যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৬ মে) নাইজার নদীর কাইনিজি হ্রদে নৌকাটি ডুবে যায়।আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কেব্বির নাগস্কি জেলার প্রশাসনিক প্রধান আবদুল্লাহি বুহরি ওয়ারা জানান, উদ্ধার অভিযান চলছে। তবে মাত্র ২২ জনকে জীবিত এবং একটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও প্রায় ১৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডব্লিউএ) দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করেছে। সংস্থাটির মতে, নৌকাটির ধারণক্ষমতা ৮০ জনের বেশি নয়। এছাড়া নৌকাটিতে একটি সোনার খনি থেকে আনা বালির বস্তাও বোঝাই করা হয়েছিল। প্রসঙ্গত, নাইজেরিয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তার সরঞ্জামের অভাবে দেশটিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। চলতি মাসের শুরুতেই ৩০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। তবে এবারে নৌকায় যাত্রীসংখ্যা বেশি থাকায় হতাহতের সংখ্যাও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর

🔝