gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বরগুনা শহরে ঢুকেছে জোয়ারের পানি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মে , ২০২১, ০৩:০০:৩১ পিএম
বরগুনা সংবাদদাতা ::
1622106992.jpg
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি বেড়ে চরম ভোগান্তিতে উপকূলীয় জেলা বরগুনার বিভিন্ন এলাকার মানুষ। জোয়ারের তোড়ে নদীর পানি বেড়ে একাধিক স্থানে ভেঙেছে বাঁধ। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। শুধু তাই নয়, শহরের অলিগলিতেও ঢুকে পড়েছে পানি।বৃহস্পতিবার (২৭ মে) সকালে সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রান্না-বান্না ও চলাফেরায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এতে করে একপ্রকার মানবেতর জীবন যাপন করছেন এসব পানিবন্দি মানুষ।  বুধবার সকাল থেকেই হু হু করে নদীতে বাড়তে থাকে পানি। বাঁধের চেয়ে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বরগুনার ঢলুয়া, আয়লা, লতাকাটাসহ বেশ কিছু স্থানে বাঁধ উপচে পানি ঢুকে পড়ে পাশের গ্রামগুলোতে। পানির চাপে বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় ভেঙে যায় বাঁধ। দুপুররর মধ্যে জেলার অর্ধশত গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় ঘরবাড়ি, অসবাবপত্রসহ সবকিছু।শুধু গ্রাম নয় পানিতে তলিয়ে যায় বরগুনা শহরের অলিগলিও, দোকানের মধ্যে পানি ঢুকে পড়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জেলার পায়রা ও বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৬ ফুট পানি বেশি ছিল।

আরও খবর

🔝