gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আমরা যদি না জাগি মা...
প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৯:৫০:৫৬ পিএম
:
1622044300.jpg
কয়দিন ধইরে মনডা ভালো নেই। তামান জাগায় করোনা ভাইরাস নিয়ে যিরাম আতংক ছড়ায় পড়চে তাতে কার মনডা ভালো থাকে?  দেশে করোনা ভাইরাস আসার আগেত্তেই ফেসবুকডারেই করোনায় ধইরে ফেলিলো। একনো তা চালু রইয়েচে। হালি কইরে যোগ হইয়েচে ভারতের করোনা ধরনের আতংক। পিরায় হাজার চারিক মানুস আমাগের বেনাপুল বডার দিয়ে দেশে ঢুইকেচে বিলে শুনতি পালাম। আমি মুক্কুসুক্কু মানুস, জ্ঞানের বহর খাটো। তেবে এট্টা জিনুস বুজি আইসতেচে না। একজন আরাকজনরে যে হারে সজাগ কত্তেচে, তারা নিজি সজাগ হচ্চে কিনা ঠিক বুজদি পাত্তিচি নে! যারা ভারততে ফিরে আইয়েচেন তাগের ১৪দিন এট্টু তফাতে থাকতি কওয়া হচ্চে। ইডা কি খুব কঠিন কাজ? আবার যে যার নিজির ভালোর জন্যি ঘরে থাকপে, ভিড়ভাট্টায় যাবেনা, ইডাতো যার যার তার তার নিজির ভালোর জন্যি। এর জন্যি কেন পুলিশ দিয়ে দাবড়াতি হবে, মবিলকোট বসায়ে জরিমানা কত্তি হবে, বুজ পাচ্চিনে। কিন্তুক এ নিয়ে কারো মাতা ব্যাতা আচে বিলেও মনে হচ্চে না। কাল ফেসবুকি এট্টা ছবি দেইকে মনে হইলো, আমাগের একনো হুজুগে স্বভাব কাটাতি পাল্লাম না। এক জাগায় দেকলাম ঘরে থাকার জন্যি পুলিশ দাবড়ায়ে বাড়ি উটোয় দেচে এক বিদেশ ফেরতরে। সেই বাড়ির গেট বন্দ কইরে থুইয়েচে। কিন্তুক তারে দেকার জন্যি বাড়ির সুমকি হাজার হাজার মানুস জড়ো হইয়েচে। কেউ গেট বাইয়ে উইটে উকি ঝুকি মাইরে বাড়ির মদ্দি দেকার চিস্টা দেচ্চে। কওদিনি বাপু! ইডা কোন মুনিষ্যির কাজ! আবার আরাক জাগায় শুনতি পালাম হোম কুয়ারেন্টাইনি থাকা বিদেশ ফেরত এক বিটারে দেকার জন্যি কুটুম সাক্কেত য্যানে যিডা আচে সব জড়ো হয়েছে। কেউ কেউ টিবিন বাটিতি কইরে ভালোমন্দ রাইন্দে নিয়ে আইয়েচে। কুটুম যারা দেকতি আসতেচে, আইসেই তারে জড়ায় ধইরে কাইন্দে কাইটে মাতায় হাত বুলোয় সান্তনা দেচ্চে। এই যদি হয় হোম কুয়ারেন্টাইনির দশা তালি এই ভাইরাস আমরা কিরাম কইরে ঠেকান দেবো বুজ পাচ্চিনে!আমরা যদি সজাগ না হইয়ে নিজির ঠ্যাঙে নিজিরেই কুড়োল মারি, তালি আমাগের বাচাবে কিডা?ইতি-অভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝