gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
বিভাগীয় কমিশনার বেনাপোলে মতবিনিময় সভা (ভিডিও)

❒ গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেছেন

প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৯:৩৯:৩৬ পিএম
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
1622043756.jpg
যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি। এসময় তিনি ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরে আসাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বিষয়ে খোঁজখবর নেন।বুধবার বিকেল ৫টায় বিভাগীয় কমিশনারের পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাক্তার কাজী নাজিব হাসান, যশোরের ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন, মেহেরপুরের ম্যাজিস্ট্রেট মিথিলা দাস, এএসপি জুয়েল ইমরান, ওসি আব্দুর রাজ্জাক এবং মওলানা নাসিরুল্লাহ।গাজীর দরগাহ কোয়ারেন্টাইন সেন্টারে বর্তমানে একশ’ ৫০ জন নাগরিক অবস্থান করছেন। এছাড়া, ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা দিচ্ছেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা। কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করে বিভাগীয় কমিশনার সন্তুষ্টি প্রকাশ করেন এবং এটিকে একটি আদর্শ ও বিভাগের সেরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে আখ্যায়িত করেন।বেনাপোল থেকে স্টাফ রিপোর্টার মুসলিম উদ্দীন পাপ্পু জানান, ভারত ফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার। বুধবার বিকেলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বেনাপোল স্থলবন্দর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্য কর্মকর্তারাও ছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস্ হাউসের কমিশনার আজিজুর রহমান, যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সিও লে. কর্নেল সেলিম রেজা, উপঅধিনায়ক মেজর তৌফিক মাহমুদ, সিভিল সার্জন শেখ আবু শাহীন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল এবং শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

আরও খবর

🔝