gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ পাচ্ছে না রিয়াল-বার্সা-জুভেন্টাস
প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৮:৪৩:৫৫ পিএম
ক্রীড়া ডেস্ক::
1622040288.jpg
শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে হুমকি দেওয়া হয়েছিল ইউরোপের সেরা তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাসকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ করা হবে। শেষ পর্যন্ত এই তিন ক্লাবের বিরুদ্ধে শুরু হলো ডিসিপ্লিনারি অ্যাকশন। খুব দ্রুতই নিষেধাজ্ঞার শাস্তি নেমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে এই তিন ক্লাবের ওপর।উয়েফার দৃষ্টিতে ‘শৃঙ্খলা ভেঙে’ ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেয়ার পরও তাদের কাছে স্রেফ ক্ষমা চেয়ে পার পেয়ে যায় নয়টি ক্লাব। কিন্তু এই লিগ থেকে এখনও সরে না আসায় বাকি তিন ক্লাব রিয়াল, বার্সা এবং জুভেন্টাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হচ্ছে উয়েফার পক্ষ থেকে।এবার এই তিন ক্লাবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। তাদের অনুমতি না নিয়ে ‘দলবাজি’ করার কারণে নিষেধাজ্ঞার মুখেও পড়তে যাচ্ছে মেসি-রোনালদো-বেনজেমাদের ক্লাব।ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘উয়েফার এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি পর্যবেক্ষক দিয়ে একটি তদন্ত কার্য পরিচালনা করা হয়। এই তদন্ত কার্যের পর তথাকথিত ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং সম্পর্ক থাকার কারণে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাস এই তিনটি ক্লাবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিষয়ে পদক্ষেপ নেয়ার কাজ শুরু হলো। এই তিনটি ক্লাবই উয়েফার রুলস অ্যান্ড রেগুলেশন ভঙ্গ করেছে।

আরও খবর

🔝