gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওয়াপাড়ায় প্রতারণার শিকার দু’নারী
প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৮:৩৬:৪০ পিএম
নওয়াপাড়া (যশোর) পৌর প্রতিনিধি: :
1622039842.jpg
যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ার সোহরাব প্লাজার একটি মোবাইল শোরুমে চাকরিতে যোগদান করতে আসেন কাকলী বিশ্বাস ও মিতা মন্ডল নামে দু’নারী। মোবাইল শোরুম কর্তৃপক্ষ দুই নারীকে দেখে হতবাক হয়ে পড়েন। তাদের শোরুমে লোক নিয়োগেন প্রয়োজনীয়তা নেই। বুধবার সকালে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। মোবাইল শোরুমের মালিক দীপ সাহা জানান, সকালে তার প্রতিষ্ঠানে উপজেলার সুন্দলী এলাকা থেকে কাকলী বিশ্বাস এবং দত্তগাতী এলাকা থেকে মিতা মন্ডল নামে দুইজন নারী চাকরিতে যোগদানের উদ্দেশ্যে আসেন। তাদের উপস্থিতিতে এবং কথাবার্তা শুনে মোবাইল শোরুমের মালিকের মাথায় হাত ওঠে। ওই দুই নারী জানান, উপজেলার ছোট আন্ধা গ্রামের সমর বিশ্বাসের ছেলে কুমারেশ বিশ্বাস এই মোবাইল শোরুমে তাদের চাকরি দেয়ার কথা বলে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা  হাতিয়ে নিয়েছেন। তাছাড়া প্রতারক কুমারেশ বিশ্বাস মোবাইল শোরুমটি দেখিয়ে দিয়ে সটকে পড়েন। শোরুমের মালিক দীপ সাহা বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন। পুলিশ অভিযোগ পেয়ে ওই প্রতারককে খুঁজছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

🔝