gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কালীগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৮:১৭:০৫ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: :
1622038667.jpg
ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মুদি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে শহরের কোটচাঁদপুর রোড়ের বিহারী মোড়ের আব্দুস সালামের ভাই ভাই ট্রেডাস নামে মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ দোকানের ভিতর থেকে ধোয়া ও আগুন দেখে মোবাইল ফোনে দোকান মালিক আব্দুস সালামকে জানানো হয়। তিনি তড়িঘড়ি করে এসে একটি প্লাস দিয়ে আগে দোকানের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর স্থানীয় লোকজনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে দোকানের নগদ টাকা, মালামাল, ফ্রিজসহ সমস্ত মাল পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে।

আরও খবর

🔝