gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইয়াবাসহ ইবি কর্মচারী গ্রেফতার
প্রকাশ : বুধবার, ২৬ মে , ২০২১, ০৩:১৭:৪০ পিএম
ইবি প্রতিনিধি::
1622020855.jpeg
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (২৫ মে) র‌্যাব-৬ এর সদস্যরা ৮৯ পিস ইয়াবাসাহ তাকে গ্রেফতার করে। ওই কর্মচারীর নাম বকুল জোয়ার্দ্দার। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।তিনি জানান, গ্রেফতার হওয়া বকুল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) অফিসের কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে মাদকসহ আটক হয়েছেন।  জানা গেছে, মাদক অভিযানের অংশ হিসেবে সোমবার বিকালে শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল জোয়ার্দ্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের থেকে ৮৯ পিস ইয়াবা উদ্ধার হয়।শৈলকূপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, র‌্যাব-৬ মামলা দিয়ে তাকে শৈলকূপা থানায় বকুলকে সোপর্দ করেছে। এরপর মঙ্গলবার তাকে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ বিষয়ে অবগত নই। গ্রেফতার হলে আমরা এ বিষয়ে খোঁজ নেবো। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অ্যাক্টস অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর

🔝