gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পরিকল্পনা সাজাতে দেরি হয়েছে : জামাল
প্রকাশ : মঙ্গলবার, ২৫ মে , ২০২১, ০৮:০৮:১১ পিএম
ক্রীড়া ডেস্ক::
1621951739.jpg
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া পরিষ্কার ভাষায় বললেন, ভারত ও আফগানিস্তানের তুলনায় নিজেদের পরিকল্পনা সাজাতে দেরি হয়েছে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি সেরেছে দল। এদিনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু সোমবার হঠাৎ করেই সৌদি আরবে যাওয়া বাতিল হয়ে যায়। আদৌ সেখানে যাওয়া হবে কিনা, প্রস্তুতি ম্যাচ খেলা হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও।অনুশীলনের ফাঁকে অধিনায়ক জামাল জানালেন, সৌদি আরবে যেতে না পারায় ক্ষতি হয়েছে দলের। সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সমালোচনার তিরে বিদ্ধ না করলেও জানালেন, পরিকল্পনা সাজাতে দেরি হওয়ার কথা।পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। ঢাকায় বসে এই ম্যাচগুলোতে এখন চোখ রাখবেন জেমি ডে। এরপরই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ শুরু হবে বলে জানালেন জামাল।আজ আফগানিস্তানের খেলা আছে ইন্দোনেশিয়ার বিপক্ষে। কোচ এই ম্যাচগুলো দেখবে, তারপর আমরা আলাপ করব। অন্য টিম নিয়ে বিশ্লেষণ এখনও শুরু হয়নি।সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও খবর

🔝