gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৪০ দিন পর ভারতে করোনা শনাক্ত দুই লাখের নিচে
প্রকাশ : মঙ্গলবার, ২৫ মে , ২০২১, ০৫:৪১:৩১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1621944547.jpg
প্রায় ৪০ দিন পর দুই লাখের নিচে নামল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ১৪ এপ্রিল দেশটিতে সংক্রমিত হয়েছিল ১ লাখ ৮৪ হাজার জন। ১৫ এপ্রিল প্রথমবার তা দুই লাখ ছুঁয়েছিল। তারপর বাড়তে বাড়তে দেশটিতে চার লাখ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত। মঙ্গলবার (২৫ মে) তা আবার দু’লাখের নিচে নামল।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যাও কমেছে। ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ৫১১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হলো ৩ লাখ ৭ হাজার ২৩১ জনের।দেশটির অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসাতেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ৮ হাজার ৮৬৫ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৭৯৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৮৬ হাজার ৯০৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৫৭ জন। সূত্র: আনন্দবাজার, ওয়ার্ল্ডওমিটার

আরও খবর

🔝