gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
রাস্তা সংস্কার করে দিলেন ব্যবসায়ী রাজ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ মে , ২০২১, ০৫:২৮:৩১ পিএম
রবিউল খান, রূপদিয়া (যশোর) :
1621942148.jpg
নরেন্দ্রপুর ইউনিয়নে চলাচলের অনুপযোগী ৩টি কাঁচা রাস্তা ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে গ্রামবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন রাজু আহম্মেদ রাজ নামে রূপদিয়ার এক তরুণ ব্যবসায়ী।সম্প্রতি যশোর সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন তরুণ এই ব্যবসায়ী। তার সম্পর্কে রামনগর, নরেন্দ্রপুর, কচুয়া ও বসুন্দিয়া ইউনিয়নের জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, এসব ইউনিয়নের বহু বেকার যুবককে কর্মসংস্থান করে দিয়েছেন তিনি।তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান কাওছার এন্টারপ্রাইজ, কাওছার ট্রান্সপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত ৪০-৫০ জন যুবক এখন কর্ম করছেন।যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর দফাদারপাড়া জামে মসজিদে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে থাকলেও চেয়ারম্যান, মেম্বাররা তা সংস্কার বা মেরামতে উদ্যোগ নেননি। এতে মসজিদে আসা-যাওয়া মুসল্লী ও মহল্লাবাসীর বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এই দুর্ভোগের কথা জানতে পেরে রাজু আহম্মেদ নিজ অর্থে প্রায় ৩শ ফুট রাস্তা সংস্কার করে দিয়েছেন। একই সাথে নরেন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর পশ্চিমপাড়ার হামিদ গোলদারের বাড়ির সামনে থেকে নাজমুলের বাড়ি পর্যন্ত একটি বেহাল মাটির রাস্তা সংস্কার করে দেন। এছাড়া ৩নং ওয়ার্ডের ছিলুমবাড়িয়া আব্দুর মালেক বিশ্বাসের বাড়ির সামনে থেকে রিপন ডাক্তারের বাড়ি পর্যন্ত প্রায় দেড়শ’ ফুট রাস্তাও সংস্কার করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের অন্যান্য স্থানের রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো অবহেলিত এই রাস্তাগুলো। গ্রাম থেকে বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়েত করে। এব্যাপারে ব্যবসায়ী রাজু আহম্মেদ বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ ইউনিয়নের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব অবহেলিত এই রাস্তাগুলো মেরামত করে দিয়েছি।

আরও খবর

🔝