gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : শনিবার, ২২ মে , ২০২১, ০৮:৪৩:৫৭ পিএম
ক্রীড়া সংবাদ :
1621694747.jpg
সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধন করা হয় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় অংশ নেয় পদ্মা রেঞ্জার্স ও মধুমতি টাইটানিক। এ খেলায় জয় পায়নি কোন দলই। গোলশূণ্য সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তারা। খেলার তিন মিনিটের মাথায় গোলবার অরক্ষিত পেয়েও গোল করতে পারেননি মধুমতি টাইানিকের আক্রমণভাগের খেলোয়াড় মকবুল। এছাড়া পদ্মা রেঞ্জার্সের ছোট জামাল, জয়নাল তারাও গোলের সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি। াতবে সবাইকে ছাপিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও পদ্মা রেঞ্জার্সের মাঝ মাঠের খেলোয়াড় মাসুক মোঃ সাথী। ৪০ উর্ধ্ব সাবেক খেলোয়াড়দের নিয়ে মাঠে গড়ানো টুর্নামেন্টের উদ্বোধনীদিনে দল দু’টি সমর্থদের মাঝে দেখা গেছে ভিন্ন আমেজ। এছাড়া ঘোড়ার গাড়ীতে করে মাঠে প্রবেশ করতে দেখা গেছে সমর্থকদের। পাশাপাশি ছিল ভেঁপু বাশির শব্দ। সব মিলে মুখরিত ছিল স্টেডিয়াম অঙ্গন। অনেকেই এসেছেন সাবেক খেলোয়াড়দের এক নজর দেখতে। কেই এসেছেন তাদের তরুণ বয়েসে ফুটবলে যে দ্যুতি ছড়িয়েছে পড়ন্ত বয়সে এসে কি রকম খেলেন তা দেখতে। এক অর্থে বলা যেতে পারে সাবেক খেলোয়াড়দের মিলন মেলা। এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বাহাউদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  ইয়াকুব কবির। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক এবিএম আখতারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক জাফর ইকবাল।

আরও খবর

🔝