gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং সেরেছে জাতীয় দলের ক্রিকেটাররা
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০৭:৪৭:২৮ পিএম
ক্রীড়া ডেস্ক::
1621518503.jpg
প্রস্তুতি ভালোই হলো বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানদের। তিন ব্যাটসম্যানের অর্ধশতকে সবুজ দলের গড়া বড় স্কোরের চ্যালেঞ্জ লাল দল পেরিয়ে গেল তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে। তবে ভালো করতে পারলেন না বোলাররা।বিকেএসএপিতে বৃহস্পতিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন বাংলাদেশের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। ৪৫ ওভারের ম্যাচে সবুজ দল করে তিন উইকেটে ২৮৪ রান, লাল দল পাঁচ উইকেটে জিতে যায় ৪১ ওভারেই।সবুজ দলের হয়ে ওপেনিংয়ে সৌম্য সরকার ৭০ বলে করেন ৬০ রান। পাঁচ নম্বরে মাহমুদউল্লাহ খেলেন ৫৪ বলে ৬২ এবং ছয়ে নেমে আফিফ ৫৪ বলে ৬৪ রানের ইনিংস। অন্যদের সুযোগ দিতে স্বেচ্ছাবসরে যান তিন জনই।লাল দলের রান তাড়ায় তামিম আউট হন ৫৮ বলে ৮০ রান করে। ৫৫ বলে ৬৪ রান করে নিজ থেকে ব্যাটিং ছাড়েন মুশফিক। শেষ দিকে দারুণ ক্যামিও খেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়ে মাত্র একদিনের অনুশীলনের পর এই ম্যাচে নামা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স খুব ভালো হয়নি।সবুজ দল ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও সাকিব আউট হন ২০ বলে ২৮ রান করে। পরে বল হাতে ছয় ওভারে ৪৫ রান খরচায় উইকেট নেন একটি। লাল দলের হয়ে মুস্তাফিজ সাত ওভারে ৪৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।এছাড়াও শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা পাওয়া তাসকিন আহমেদ, সাইফ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজরা ছিলেন বেশ খরুচে।বোলারদের মধ্যে সেরা ছিলেন লাল দলের মেহেদি হাসান। নয় ওভারে ৪০ রান দিয়ে নেন তিনি দু’টি উইকেট। তবে সিরিজের আগে বড় স্বস্তি চোটের ধকল কাটিয়ে মাহমুদউল্লাহর বোলিংয়ে ফেরা। সবুজ দলের হয়ে পাঁচ ওভার হাত ঘুরিয়ে দু’টি উইকেটও পান অভিজ্ঞ এই ক্রিকেটার।সবুজ দল ব্যাটিংয়ে নামে টস জিতে। ম্যাচের শুরুর দিকেই বোলারের হাতে বল লেগে নন-স্ট্রাইক প্রান্তে রান আউট হন সৌম্য। তবে অনুশীলনের জন্য তাকে ব্যাটিং চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি তা কাজে লাগান চারটি চার ও তিন ছক্কায় ৬০ রান করেন।সৌম্যর উদ্বোধনী জুটির সঙ্গী মোহাম্মদ নাঈম শেখকে বসিয়ে দেওয়া হয় ৪৩ বলে পাঁচটি চারে ৩৮ রান করার পর।সাকিব তিন নম্বরে নেমে বোল্ড হন অফ স্পিনার মেহেদি হাসানকে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে। মেহেদির বলেই তিন রানে আউট হয়ে অনুশীলনের সুযোগ হাতছাড়া করেন চারে নামা মোহাম্মদ মিঠুন।এরপর বড় জুটি গড়েন মাহমুদউল্লাহ ও আফিফ। জয় চার ও দু’টি ছক্কায় ৬২ রান করেন মাহমুদউল্লাহ। আফিফের ৬৪ রানে চার সাতটি, ছক্কা তিনটি।একটি করে চার ও ছক্কায় ১৬ বলে ১৭ করেন মেহেদি হাসান মিরাজ।

আরও খবর

🔝