gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
ইতালিয়ান কাপ ইউভেন্তুসের
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০৭:৩৫:৪৭ পিএম
ক্রীড়া ডেস্ক::
1621517810.jpg
ম্যাচ শেষে বহু সাফল্যের সঙ্গী জানলুইজি বুফ্ফনকে আকাশে ছুঁড়ে উদযাপনে মেতে ওঠে ইউভেন্তুস দল। চলতি মৌসুম শেষে ইউভেন্তুসে দ্বিতীয় অধ্যায়ের ইতি টানবেন ৪৩ বছর বয়সী এই গোলরক্ষক।রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে বুধবার ফাইনালে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। দেজান কুলুসেভস্কির গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে ইউভেন্তুসের জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা। ইতালির দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি ইউভেন্তুসের চতুর্দশ শিরোপা।একের পর এক বাজে পারফরম্যান্সে টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা হারানো ইউভেন্তুস ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারতো। তৃতীয় মিনিটে পালোমিনোর শট প্রতিহত হওয়ার দুই মিনিট পর কাছ থেকে দুভান সাপাতার নেওয়া শট হয় লক্ষ্যভ্রষ্ট।বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে আতালান্তা। একরকম খেলার ধারার বিপরীতেই ৩১ মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। গোলটি করেন কুলুসেভস্কি।৪১তম মিনিটে সমতায় ফেরে আতালান্তা। ডি বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফ্ফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি।৭৩ মিনিটে আর ব্যর্থ হননি ইতালিয়ান এই ফরোয়ার্ড। বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি বক্সে ঢুকে পড়েন চিয়েসা। প্রথম গোলদাতা চোখের পলকে বাড়ান ফিরতি পাস, বল ধরে একটু এগিয়ে ‘ওয়ান-অন-ওয়ানে’ গোলরক্ষকে ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।

আরও খবর

🔝