gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পুলিশের সাইবার ইউনিটের কাছ থেকে পাবনা মানসিক হাসপাতালে নোবেল!
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০৩:৫০:১২ পিএম
কাগজ ডেস্ক ::
1621506658.jpg
পাবনার ঐতিহাসিক মানসিক হাসপাতালে গেছেন হালের সমালোচিত সংগীতিশিল্পী নোবেল। বাংলাট্রিবিউনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে সাথে নিয়ে তিনি বর্তমানে সেখানে আছেন। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। যেখানে তিনি বৃহস্পতিবার (২০ মে) বেলা ৩টার দিকে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা গেছে মানসিক হাসপাতালের চিকিৎসক চেম্বারে অবস্থান করছেন  নোবেল। চেম্বারের পাশেই গ্রিলের ওপাশে বেশ কয়েকজন রোগীর সঙ্গে সাক্ষৎ করেন নোবেল।ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার তিনি পাবনার এই মানসিক হাসপাতালে যান। তবে সেটি চিকিৎসার জন্য নাকি শুধুই পরিদর্শন- সেটি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নোবেলের পাবনা মানসিক হাসপাতালে যাওয়াটাকেও এখন নেটিজনেরা স্বাভাবিকভাবে নিচ্ছেন না। অনেকেই মনে করছেন এটা নতুনকরে সকলের নজরে আসার জন্য তার অপচেষ্টা। তবে চিন্তিত তার ভক্ত অনুরাগীরা। এর আগে গতকাল বুধবার (১৯ মে) দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল। নিজের সকল দায় স্বীকার করেন। পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।বুধবার (১৯ মে) দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন তাকে ডেকেছিল। পরে তিনি ডিএমপি সদর দফতরে এসে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বাংলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।নোবেল আরেকটি পোস্টে গতকালই জানান, পুলিশের সঙ্গে সাক্ষাতের পর তার মানসিক চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, সেই সূত্রেই বৃহস্পতিবার (২০ মে) সকাল নাগাদ নোবেল গিয়েছেন পাবনার ঐ হাসপাতালে। ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল প্রথম থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছেন। গেলো বছর নিজের গানের প্রচারণায় কূটকৌশলের জন্য র‌্যাব কার্যালয়ে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল তাকে। 

আরও খবর

🔝