gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তোয়াব খানকে চাকরি ছাড়তে বলল জনকণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০২:৫৭:৪৯ পিএম
ঢাকা অফিস:
1621501773.jpg
প্রবীণ সাংবাদিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান তাকে চাকরি ছেড়ে দিতে বলেছেন।এ বিষয়ে জানতে মাহবুবুর রহমানের মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। প্রতিষ্ঠানটির অন্য কেউও মন্তব্য করতে রাজি হননি।এ বিষয়ে একুশে পদক পাওয়া প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে অবসর নিতে বলা হয়েছে। পয়লা জুন থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র পাঠিয়ে দিব।উল্লেখ্য, ১৯৯৩ সালে জনকণ্ঠের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই পত্রিকাতে কাজ করছেন তোয়াব খান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ৮৭ বছর বয়সী এই দেশবরেণ্য সাংবাদিক এখন উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন।সাংবাদিক তোয়াব খানের জন্ম ১৯৩৪ সালে। পঞ্চাশের দশকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদেরও প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন তোয়াব খান।সরকারের প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন তোয়াব খান। সত্তরের দশকে তিনি দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। জনকণ্ঠেও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় অবদান রাখার জন্য ২০১৬ সালে একুশে পদক পান তোয়াব খান।

আরও খবর

🔝