gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঈদ শেষে দু’দিনে ঢাকায় ফিরেছেন ২৩ লক্ষাধিক মানুষ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ০৩:০০:২২ পিএম
ঢাকা অফিস:
1621501551.jpg
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ শেষে কর্মমুখী মানুষ ঢাকায় আসছেন। গত দুই দিনে ঢাকায় প্রবেশ করেছেন ২৩ লাখেরও বেশি মানুষ। আর গত ৪ দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৩৪ লাখেরও বেশি মানুষ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।বুধবার মন্ত্রী ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার ও কলপ্রবণতা বিশ্লেষণ করে এ তথ্য জানান।মন্ত্রী জানান, গত ১৫ মে চার লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ছয় লাখ ৬৪ হাজার ৩১৩ জন, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন ও ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। যার মোট সংখ্যা ৩৪ লাখ ১০ হাজার ৫৯৮ জন।এসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার (১৯ মে) ও তার আগের দিন মঙ্গলবার (১৮ মে) ঢাকায় সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করেছেন, যা সংখ্যায় ২৩ লাখেরও বেশি। গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।তথ্য বিশ্লেষণে আরও জানা গেছে, গত চার দিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৪৩ হাজার ৯৬৫, রবির ৭ লাখ ১৬ হাজার ২৫৮, বাংলালিংকের ৯ লাখ ৭০ হাজার ১১ ও টেলিটকের এক লাখ ৮০ হাজার ৫৮৪ ৩৬৪ জন গ্রাহক রয়েছেন।এ প্রসঙ্গে মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে বলেন, এখানে তিনটি বিষয় জানা জরুরি। প্রথমত, আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ সিমকার্ড কিনতে পারেন না। এই হিসাবটা শুধু সিম ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছে। দ্বিতীয়ত, একজন ১৫টি পর্যন্ত সিম কিনতে পারেন। তৃতীয়ত, অনেকেই একাধিক সিম মোবাইলে ব্যবহার করেন।এই সবকিছু হিসাব করে দেখা যায় যে, শুধু একজন সিম ব্যবহারকারী ব্যক্তিকে ধরলে হবে না। কারণ, ১৮ বছরের নিচে অনেকেই ঢাকার বাইরে গেছে। যাদের নামে কোনো সিম নেই। তাদের হিসাবটাও কিন্তু আসেনি। এসব হিসাব মিলিয়েই মোট পরিসংখ্যান বের করতে হবে।মন্ত্রী বলেন, আমি এই হিসাবটি সংগ্রহ করেছি। আসলে কী পরিমাণ মানুষ ঢাকার বাইরে গেছেন এবং কী পরিমাণ মানুষ ফিরতে শুরু করেছেন তা জানা দরকার। লকডাউন শেষে হয়তো একটা পরিসংখ্যান তুলে ধরা হবে।তিনি বলেন, কোন এলাকায় কত করোনা আক্রান্ত রোগী রয়েছেন, তার হিসাবও আমাদের পক্ষে বের করা সম্ভব। আগেও বলেছিলাম এখনও বলছি, ঈদের নামে কতজন কী নিয়ে বাড়ি গেছেন আর কতজন কী নিয়ে ফেরত আসছেন তা ভবিষ্যতই বলতে পারবে।

আরও খবর

🔝