gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাগআঁচড়া-জিসি গোগা বাজারের ডাবল লেনের কাজ দ্রুত এগিয়ে চলেছে
প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ১০:৪৯:০৭ পিএম
আব্দুল মান্নান, শার্শা (যশোর) :
1621442993.jpg
এলজিইডি শার্শার তত্ত্বাবধনে এগিয়ে চলেছে বেনাপোল হতে বাগআঁচড়া জিসি গোগা বাজারের ডাবল লেনের উন্নয়ন কাজ। স্থানীয় প্রকৌশল দপ্তরের সার্বিক তত্ত্বাবধনে নির্মিত হচ্ছে বেনাপোল বাগআঁচড়া জিসি ভায়া গোগা সড়ক। ডাবল লেনের সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা। ২০২০ সালের ৩০ আগস্ট থেকে এ সড়ক নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আগামী ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মেসার্স রিজভি কন্সস্টাকশন, মেসার্স শামিম চাকলাদার ও মেসার্স আব্দুর রাজ্জাক নাভারণ রেল বাজারসহ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রুপ ভিত্তিক কাজ দ্রুত চালিয়ে যাচ্ছেন। সড়কটি নির্মাণের ফলে মানুষের প্রত্যাশিত আশা পূরণের কথা জানালেন পুটখালি ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান। তিনি বলেন, বর্তমান সরকারের গ্রামকে শহরে পরিণত করার যে অঙ্গীকার তারই অংশ এটা। এ সড়ক নির্মাণ হলে বেনাপোল পৌরসভা, বেনাপোল ইউনিয়ন, বাগআঁচড়া ইউনিয়ন, গোগা ইউনিয়ন, পুটখালি ইউনিয়ন পরিষদের ৩ লক্ষাধিক মানুষ এর সুফল পাবেন এবং সাধারণ মানুষের উৎপাদিত পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে বাজারজাত করে ব্যাপক লাভবান হবেন। এছাড়া বেনাপোল স্থলবন্দর, বারোপোতা বাজার, পুটখালী বাজার, গোগা বাজার, খলসি বাজার, আমলাই বাজার, বসতপুর বাজার ও বৃহত্তর সাতমাইল পশুহাট, বাগআঁচড়া বাজারের সাথে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। একই সাথে ৩৬টি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান ৭টি মসজিদ, ১৬টি করাত কল, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, ইসালামী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংকসহ ২০টি ব্যাংক শাখাসহ এজেন্ট ব্যাংক এর সুফলভোগী হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় যাতে সরকারি সেবা বাধাহীনভাবে পৌঁছাতে পারে তার জন্যই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এলাকার মানুষের জীবন মান উন্নয়ন ঘটাতে হলে গ্রামীণ জনপদকে ঢেলে সাজাতে হবে এবং প্রতিটি গ্রামীণ সড়ক উপজেলা ও জাতীয় সড়কের সাথে সংযোগ স্থাপন করতে হবে, তবেই সাধারণ মানুষের সার্বিকভাবে মান উন্নয়ন হবে। উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান জানান, মান সম্পন্ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এলজিইডির কর্মকর্তাগণ সার্বক্ষনিক মনিটরিং করছেন। শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু এ প্রতিনিধিকে জানান, প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শেষে সুফল পাবেন এলাকার ৩ লক্ষাধিক মানুষ। বর্তমান সরকারের যে রুপকল্প গ্রামকে শহরে পরিণত করতে হবে তারই বাস্তবায়ন হচ্ছে। আর স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের প্রচেষ্টায় সড়কটি নির্মাণ হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, সড়কটি নির্মাণ সম্পন্ন হলে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।

আরও খবর

🔝