gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj

❒ পুলিশ লাইন স্কুলের শিক্ষকের মৃত্যু

ভারতফেরত ৩ জনসহ যশোরে আরও ২২ জনের করোনা
প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ১০:৪৮:৫৩ পিএম
কাগজ সংবাদ:
1621442958.jpg
কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত তিনজনসহ যশোরে নতুন করে আরও ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতফেরদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে (রেডজোনে) ভর্তি কার হয়েছে। এছাড়া রেডজোনে চিকিৎসাধীন যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সাধু মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রশাসনের সহযোগিতায় নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের আরটি-পিসিআর ল্যাবে দুশ’টি নমুনা পরীক্ষার ফলাফলে ভারতফেরত তিনজনসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতফেরত তিনজনের মধ্যে এক নারী ও তার ছয়মাস বয়সী শিশু সন্তান যশোর বক্ষব্যাধি হাসপাতালে ও অপর এক শিশু শার্শার নিশাত আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিল। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল পজিটিভ আসায় তাদের চিকিৎসা নিশ্চিত করতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের মধ্যে দু’জন ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জনের মধ্যে দু’জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় ১৯ মে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২২ জন। ডাক্তার রেহনেওয়াজ আরও বলেন, আগে থেকে করোনা আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ কুমার সাধু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গত ১৭ মে হাসপাতালে ভর্তি হন। ১৯ মে সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৭ জনে।

আরও খবর

🔝