gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাংবাদিক হেনস্তা পেশাদারিত্বের ওপর বড় আঘাত

❒ এমআরডিআই’র বিবৃতি

প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ০৯:২৩:১১ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1621438035.jpg
পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা এবং তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রোজিনা ইসলাম একজন পেশাদার সাংবাদিক। তিনি অনুসন্ধানী সাংবদিকতার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। কোভিড মহামারির সময়ও তিনি স্বাস্থ্যখাতে দুর্নীতি-অনিয়মের বেশ কিছু ঘটনা উন্মোচন করেছেন। তাকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানি শুধু সাংবাদিকতা নয়, পেশাদারিত্বের ওপরও বড় আঘাত বলে মনে করে এমআরডিআই।এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতা এবং জনস্বার্থ পরিপন্থী। তথ্যের অবাধ অধিকারের যুগে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশকে আরও পিছিয়ে দেয়া হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানায় এমআরডিআই।

আরও খবর

🔝