gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
লঙ্কানদের প্রস্তুতি শুরু
প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ০৭:৫৯:২৭ পিএম
ক্রীড়া ডেস্ক::
1621432873.jpg
তিন দিনের কোয়ারেন্টিন শেষে বুধবার থেকে দুপুরে শুরু হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রস্তুতি।  ওয়ানডেতে অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। র‌্যাঙ্কিংয়েও পড়েছে এর ছাপ। ১৯৯৬ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা নেমে গেছে নয় নম্বরে।২০২৩ বিশ্বকাপে চোখ রেখে তাই তারা ঢেলে সাজিয়েছে ওয়ানডে দল। বাংলাদেশ সফরের দলে জায়গা পাননি দিমুথ করুনারতেœ, অ্যাঞ্জলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমলসহ নিয়মিত অনেক খেলোয়াড়কে। দলে না থাকার খবর জানতে পেরে অভিমানে আগেই অবসর নেন পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। যারা দলে ছিলেন না, সেই কুসল পেরেরা ও কুসল মেন্ডিসকে আনা হয় নেতৃত্বে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েন নয় জন, দলে ফিরেন সাত জন। গত বছর দলে জায়গা হারানো কুসল পেরেরা ও কুসল মেন্ডিস ফেরেন অধিনায়ক ও সহ-অধিনায়ক হয়ে।তারুণ্য নির্ভর ১৮ সদস্যের একটি দল নিয়ে গত রোববার ঢাকায় পৌঁছায় শ্রীলঙ্কা। করোনাভাইরাস পরিস্থিতিতে তিন দিন তারা ছিল কোয়ারেন্টিনে। ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের হাতে সময় আছে কেবল চার দিন।মিরপুর একাডেমি মাঠে শ্রীলঙ্কার অনুশীলনর শুরু ওয়ার্মআপ দিয়ে। এরপর বেশিরভাগ ব্যস্ত হয়ে গেলেন ব্যাটিং, বোলিং অনুশীলনে। ফাঁকে ফাঁকে চলে ক্যাচিং অনুশীলন।

আরও খবর

🔝