gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ছেলেকে জেলে দিতে বাবার আকুতি
প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ০৭:২১:৩৪ পিএম
গাইবান্ধা প্রতিনিধি::
1621430661.jpg
মাদকাসক্ত ছেলেকে জেলে দিতে আকুতি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মোহাম্মদ আলী নামে এক বাবা। বুধবার (১৯ মে) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীরের কাছে একটি আবেদন করেন সাঘাটা উপজেলার উত্তরসাথালিয়া গ্রামের মোহাম্মদ আলী।আবেদনে উল্লেখ করা হয়, তার তৃতীয় ছেলে রিফাত ব্যাপারী (২২)  দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। এমনকি নেশার টাকা জোগাড় করতে সংসারের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র বিক্রি করছে সে। পরিবারের বাধা অগ্রাহ্য করে সুযোগ পেলেই নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র চুরি করে বিক্রি করে। গত কয়েক বছর থেকে তাকে মাদকের অন্ধকার পথ থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হতে হয় পরিবারকে। রিফাতকে গাইবান্ধা ও বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে একাধিকরার রেখে আসলেও তার পরিবর্তন হয়নি।বুধবার (১৯ মে) ভোরে রিফাত ও তার পাশের গ্রামের যুবক শরীফ হোসেন সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটিও চুরি করে। মোহাম্মাদ আলী ছেলের অত্যাচারের অতিষ্ট হয়ে বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করলে তারা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়ার পরামর্শ দেন।পরে বুধবার (১৯ মে) দুপুরে সাঘাটা উপজেলা কর্মকর্তার কাছে এই আবেদন দেন তিনি।সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার বাবার আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

🔝