gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
‘ঢাকায় থাকলেও মরব, গ্রামে থাকলেও মরব’
প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ০৩:২৬:৫৭ পিএম
ঢাকা অফিস:
1621416558.jpg
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদের ছুটি শেষে কর্মস্থল ফেরা মানুষের ভিড় রয়েছে। পথে পথে ভোগান্তিতে যাত্রীরা।বুধবার (১৯ মে) ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজও কর্মস্থল ফেরা মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই ঘাট এলাকায়। গাদাগাদি আর স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে ঘাট পার হচ্ছেন কর্মস্থল ফেরা রাজধানীমুখী যাত্রীরা। গণপরিবহন না থাকায় পথে পথে নানা ভোগান্তির অভিযোগ যাত্রীদের। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি চলাচল করছে।আসরাফ কাদের জানান, অফিসের বাড়তি ছুটি নিয়ে গ্রামে ছিলাম। ঢাকায় থাকলেও মরব ও গ্রামে থাকলেও মরব। তাই ঈদে স্ত্রীর কাছে গিয়ে মরাই ভালো। এখন ১০ গুণ বেশি ভাড়া দিয়ে ছোট যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় যাচ্ছি। স্ত্রী-সন্তানদের রেখে আসতে কষ্ট লাগছে।মো. রফিকুল ইসলাম এসেছেন ফরিদপুর থেকে স্ত্রীকে নিয়ে যাচ্ছেন নবীনগর। পথে পথে ভোগান্তিতে নিয়ে যাচ্ছেন তারা। সকালে তাদের তাড়াহুড়া, স্ত্রী যাবেন পোশাক কারখানায় তাই যাচ্ছেন। তারা ভোগান্তির বর্ণনা দিয়ে গণপরিবহন না থাকায় সরকারে সমালোচনা করেন।ঘাটের এজিএম নাছির আহমেদ জানান, পাটুরিয়া-দৌরতদিয়া নৌরুটের ৩নং ফেরিঘাটের আপ পকেট একটু সমস্যা থাকায় মেরামত চলছে। তা ছাড়া কোনো সমস্যা নেই । ঘাটের সব ফেরি চলাচল করছে।   

আরও খবর

🔝