gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে শৈলকুপায় বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ : বুধবার, ১৯ মে , ২০২১, ০১:৩৫:৫১ পিএম
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
1621409943.jpg
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বুধবার বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি ও গ্রামের কাগজ প্রতিনিধি এম হাসান মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, তাজনুর রহমান ডাবলু, এএসএম আলিমুজ্জামান প্রমুখ।সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে শৈলকুপায় কর্মরত সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহŸান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

আরও খবর

🔝